হোম খুলনাযশোর মনিরামপুরে ৯৪ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

মনিরামপুরে ৯৪ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 73 ভিউজ

মনিরামপুর প্রতিনিধি:

মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ফাঁড়ির পুলিশ ৯৪ পিচ ইয়াবা সহ শাহিনুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার ওই কারবারিকে মাদকদ্রব্য মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশ জানান, সোমবার রাত ৮টার দিকে গোঁপন সংবাদের ভিত্তিতে বাজারের টেকার স্টান্ডের সাধনের সেলুনির দোকানে বসা শাহিনুর রহমান নামে এক মাদক কারবারির কাছে ইয়াবা রয়েছে। এ সময় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শেখ আবু হেনা মিলন ও এস আই সামছুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সেলুনের দোকানে অভিযান চালানো হয়। মেড়ানো অবস্থায় থাকা বাজারস্থল বাড়ির মালিক হযরত আলী ওরফে হজোর ছেলে শাহিনুরের দেহ তল্লাসী করে পকেটে থাকা ৯৪ পিচ ইয়াবা ট‍্যাবলেট উদ্ধার করাসহ শাহিনুরকে আটক করে। মঙ্গলবার মাদক দ্রব‍্য আইনে মামলা দিয়ে শাহিনুরকে আদালতে প্রেরণ করেন। তবে শাহিনুরের পিতা হযরত আলীর দাবী, আমার ছেলে বিড়ি সিগারেট পর্যন্ত সেবন করে না। দীর্ঘদিন যাবৎ একটি পক্ষের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা হয়ে আসছে। আমাকে ঘায়েল করার জন‍্য ছেলের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। রাজগঞ্জ ইন্সপেক্টর শেখ আবু হেনা মিলন জানান, বলেন, গোপন সংবাদে ভিত্তিতে শাহিনুরের দেহ তল্লাসী করে ইয়াবা পাওয়া গেছে। খোজ খবর নিয়ে জানা গেছে সে মাদক কারবারিদের সাথে যোগসাজসে ইয়াবা আনা নেওয়ার কাজ করে। আমরা তাকে মাদক দ্রব‍্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন