হোম খুলনাবাগেরহাট মোল্লাহাট হাসপাতালে টেস্টে অতিরিক্ত টাকা আদায়,প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন 

মোল্লাহাট হাসপাতালে টেস্টে অতিরিক্ত টাকা আদায়,প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন 

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে রোগীদের কাছ থেকে।
জানাগেছে,  বুধবার (১৮ ডিসেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন ছাত্র তার একটি পরীক্ষার জন্য ল্যাবে গেলে তার কাছ থেকে ১৫০ টাকার পরীক্ষা ২০০ টাকা দাবি করে ল্যাবে দায়িত্বরত কামরুজ্জামান এবং কামরুল ইসলাম। এক পর্যায়ে রাকিব জানতে চায় মূল্য তালিকায় এই টেস্টের মূল্য ১৫০ টাকা লিখা আছে, আপনি কেন আমার কাছ থেকে ২০০ টাকা চান? রাকিবের এ প্রশ্নের সঠিক জবাব ল্যাব টেকনিশিয়ানরা না দিতে পারায় সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানায়, এক পর্যায়ে সেখানে সাংবাদিকরা এসে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সেখানে পরীক্ষা করতে আসা অন্যান্য রোগীরাও অভিযোগ করে বলেন, আমাদের কাছ থেকে টেস্টে অতিরিক্ত টাকা নেয়া হয় এবং যে টেস্ট চিকিৎসক  দেয়নী, সেই টেস্ট ও করতে হবে বলে আমাদের কাছ থেকে টাকা নেয়। এ সকল অভিযোগের ব্যাপারে ল্যাব টেকনিশিয়ান কামরুজ্জামান কোন সদুত্তর দিতে পারেনি এবং আরেকজন টেকনিশিয়ান কামরুল হাসান সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে আর ল্যাবে আসেনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বিভূতি মল্লিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত টাকা নেওয়াটা খুবই অন্যায়। আমার এ বিষয়টি জানা ছিল না, আমি যখন জানতে পেরেছি অচিরেই তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই সাথে উপস্থিত এক সেবা গ্রহণকারী দরিদ্র  মহিলার কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে বলেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিবুল ইসলাম বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান ভালো না এবং পরিবেশ খুবই অপরিচ্ছন্ন ও বিভিন্ন অনিয়মে ভরা। তারা স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করণ এবং বিভিন্ন অনিয়ম দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন । এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা সজীব শেখ, রাব্বি মোল্লা, ইয়ামিন, মিলন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন