কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলায় রতনপুর ইউনিয়নের চকদাড়ি সৈয়দালীপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে নারায়ন চন্দ্র মন্ডল (২৯) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারায়ন চন্দ্র মন্ডলের সাথে একই গ্রামের মৃত হাজরা মন্ডলের ছেলে জীবন মন্ডল (৪২) এর দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এরই সূত্রধরে গত ২৪ জুলাই জীবন মন্ডলের নেতৃত্বে তার দ্ইু ছেলে কৃষ্ণপদ মন্ডল (২২), স্বপন মন্ডল (১৯), একই এলাকার গোপাল মন্ডলের ছেলে সনাতন মন্ডল (২৪), মৃত আব্দুর রউফ মেহেদীর ছেলে শিবলী রুমি শেখ (৩৭), আজিজ গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩৩), রামগোবিন্দপুর গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৬৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, বেড় জাল, খেপলা জাল, সাবল, লোহার রড়সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নারায়ন চন্দ্র মন্ডলের ভোগ দখলীয় পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরতে থাকে। এসময় ভুক্তভোগী নারায়ন চন্দ্র মন্ডলের মা গীতা রানী (৫০) ও স্ত্রী অর্চনা মন্ডল (২৫) তাদেরকে মাছ ধরতে নিষেধ করলে জীবন মন্ডল গং হামলা চালিয়ে নারায়ন চন্দ্র মন্ডল, তার মা গীতা রানী ও স্ত্রী অর্চনা মন্ডলকে গুরুতর জখম করে।
এছাড়াও অর্চনা মন্ডলকে প্রকাশ্য জনতার সামনে শ্লীলতাহানী ঘটায়। বর্তমানে ভুক্তভোগী নারায়ন চন্দ্র মন্ডল এবং তার মা গীতা রানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এর মধ্যে গীতা রানীর অবস্থা আশঙ্খাজনক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী অসহায় পরিবারটি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।