হোম খুলনানড়াইল নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আয়োজনে বুধবার সকাল ১০টায় র‌্যালি, আলোচনাসভা ও সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ আহসান মাহমুদ রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আবুল কাসেম, টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন প্রমূখ । আলোচনা সভা শেষে ২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন