হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার (১৮ডিসেম্বর) সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপাদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ ‘র পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউডিএ মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক পি এল সি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মাগফুর রহমান, সুশীলন সাতক্ষীরার কো-অর্ডিনেটর জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার স্বত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী।

এ সময় ২০২৪ সালে বৈধপথে সর্বোচ্চ জনশক্তি বিদেশ প্রেরণ করায় আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার স্বত্বাধিকারী আবু আক্কার সিদ্দিকী ও বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোঃ অহিদুজ্জামান, মফিজুল ইসলাম ও ইয়াছিন আলীকে সম্মামনা ক্রেস প্রদান করা হয়। এছাড়া ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মো.দাউদ আলী সরদার, মোছাঃ রিবিতা সুলতানা, শিশির কুমার দাস ও তাসলিমা খাতুনকে প্রতিবন্ধী ভাতা এবং তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন