হোম খুলনা পাইকগাছায় আধুনিক যান্ত্রিকরের মাধ্যমে অল্প জায়গায় অধিক চিংড়ী উৎপাদন বিযয়ক কর্মশালা

পাইকগাছায় আধুনিক যান্ত্রিকরের মাধ্যমে অল্প জায়গায় অধিক চিংড়ী উৎপাদন বিযয়ক কর্মশালা

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

সংকল্প ডেস্ক:

খুলনার পাইকগাছায় আধুনিক যান্ত্রিকরণের মাধ্যমে অল্প জায়গায় অধিক ঘনত্বে বেশি চিংড়ি উৎপাদন এবং ই-ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল -শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছা এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিজনেস প্রোমোশন কাউন্সিল বানিজ্য মন্ত্রনালয় এবং ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের অর্থায়নে,খুলনা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায়, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফোয়াবের কেন্দ্রীয় সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা লোনাপানি  পাইকগাছা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা ব্যাবসায়ী সমিতির সভাপতি ও রয়্যাল ফিস ট্রেডিংয়ের সত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন, ব্যবসায়ী মোর্তজা জামান আলমগীর রুলু।পরিচালনা করেন ফোয়াবের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান।

 প্রশিক্ষণে অংশ নেয়া চিংড়ী চাষী, বাগদা পোনা উৎপাদন কারী প্রতিষ্ঠানের মালিক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন