হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

ফকিরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের স্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন, মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

সকাল ১০ উপজেলঅ পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে এসময় এক মিনিট নিরবতা পালন হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রীতি ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণর করা হয়। এসময় এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসুচি পালন করা হয়।
অপরদিকে ফকিরহাট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণঢ্য র‌্যালি, শঞীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি বের করা হয়েছে। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন