হোম রাজনীতি প্রধান উপদেষ্টা যেটাই বলুন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: ডা. জাহিদ

প্রধান উপদেষ্টা যেটাই বলুন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: ডা. জাহিদ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা যেটাই বলুন, এদেশে নির্বাচন কবে হবে- সে সিদ্ধান্ত নেবে জনগণ বলে মন্তব্যে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।সোমবার (১৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা যেটাই বলুন, এদেশে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। আর আজকে আমাদের শপথ নেওয়ার দিন। জনগণ তার অধিকার ফেরত চায়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে ততই স্বস্তি আসবে দেশে।

এর আগে এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন