হোম বিনোদন রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

বিনোদন ডস্ক:
জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ২১ ডিসেম্বর ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন করা এই কনসার্টে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট মূল্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে আয়োজকেরা।

ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’এ দেওয়া হবে। এ কনসার্টে শিক্ষার্থীদের জন্য টিকিট কেনায় ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছেন আয়োজকেরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট তিনটি ক্যাটাগরিতে এ কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এ টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮ হাজার ৪০০ টাকা) দেওয়া হচ্ছে।

দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এ টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে গণ–অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩ হাজার ৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এ টিকিট ক্রেতারা পেছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১ হাজার ৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকিট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের দেওয়া ই–মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। যেসব শিক্ষার্থীর এ ই–মেইল নেই, তাঁরা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে বুথ বসানো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটি বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ডিসেম্বর রাতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়, যা চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। এ কনসার্টে রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ ছাড়া কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন