হোম খুলনানড়াইল নড়াইলে আওয়ামী লীগের ১৮নেতাকর্মী কারাগারে

নড়াইলে আওয়ামী লীগের ১৮নেতাকর্মী কারাগারে

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮ জন নেতাকর্মীর জামিন বাতিল করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নড়াইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা মধ্যে, নড়াইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি সাইফুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা আ.লীগ সদস্য ও কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস, জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মীর্জা মাহমুদ রন্টুসহ মোট ১৮ জন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণ ও হুমকি ভয়ভীতি প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য মাশরাফিসহ ৯০ জনের নাম উল্লেখ ও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বলেন, আসামীরা গত ১৯ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হবার আদেশ দেন। পরে আসামিরা রোববার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে, আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন