হোম দেবহাটা দেবহাটা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেবহাটা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ
আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় দেবহাটার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়েছে। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন যথাক্রমে দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জামছেদ আলী ও তৌফিকুল আলম,দেবহাটা থানার পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি, উপজেলা বিএনপির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন যুগ্ন আহবায়ক রাজীব হোসেন, খান বাহাদুর আহছানউল্লা কলেজের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা কলেজে পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন অধ্যক্ষ হাফিজুর রহমান ও প্রভাষক আবু তালেব মোল্ল্যা। আরো পুষ্পমাল্য অর্পণ করেন, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ কৃষকদল,শ্রমিক দল,সেচ্ছাসেবক দল,তাঁতী দল,মৎস্য জীবী দল প্রমুখ।
পরে সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী, সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, এসময় সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আহমেদ তাহমীর সিদ্দিকীর, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান,দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ হোসেন, মুজাহিদ বিন ফিরোজ, বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলী ও তৌফিকুল আলম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার জেলা সভাপতি আবু রায়হান তিতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন