হোম খুলনাসাতক্ষীরা শিশু সুরক্ষায় তালায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত 

শিশু সুরক্ষায় তালায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

সংকল্প ডেস্ক:

সাতক্ষীরার তালায় শিশু সুরক্ষায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহান্দ এজি চার্জ’র হলরুমে  মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-মহান্দি ( বিডি-০৩১২) আয়োজনে, আশীর্বাদ’র পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

মহান্দী এজি চার্চ’র পাষ্টর অনাদি বিশ্বাস সভাপতিত্বেবক্তব্য রাখেন, তালা হাসপাতালের আরএমও মনিমহন ঘোষ,  ভূমিজের পরিচালক অচিন্ত কুমার সাহা, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র তালার প্রোগ্রাম অফিসার ও শিশু সুরক্ষা প্রকল্পের রনজিত দাস, তালা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা কর্মকর, শিক্ষক মুমতাহিনা মুক্তি, মহান্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সমাজকর্মী ম্যাকনীল ফলিয়ার সঞ্চালনায় শিশু সুরক্ষা সহ ৮টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ম্যানেজার কল্টন বিশ্বাস।

এসময় হিসাবরক্ষণ মিলন সরকার, কাকলি মন্ডল, বাসুদেব দাস সহ শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্থানীয় কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ,  শিশু সুরক্ষা কমিটি, মহান্দী দ্বীপ শিখা ইয়ুথ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন