মোল্লাহাট প্রতিনিধি:
মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।শনিবার সকাল ১১টায়, উপজেলা প্রশাসনের আয়োজনে, দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কৃষি অফিসার অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা মোঃ ইশহাক, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র, সমবায় কর্মকর্তা মো: মোরশেক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, জাইকা কো-অর্ডিনেটর নুরুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, পরিসংখ্যান কর্মকর্তা মো: হায়দার আলীসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।