হোম খুলনাসাতক্ষীরা শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের সাসা প্রকল্পের টুগেদার কার্যক্রম

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের সাসা প্রকল্পের টুগেদার কার্যক্রম

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি:

ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) ও সাথী এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমাজ পরিবর্তনের কাজ ও সমাজে নেতৃত্বদান বিষয়ক প্রকল্পের সাসা টুগেদার এ্যাওয়ারনেস ধাপের কার্যক্রম আয়োজন করা হয়।

১২ ডিসেম্বর বুধবার সকাল ৯:০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারীদের নিয়ে এই টুগেদার কার্যক্রম উদ্বোধন করা হয়। প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারীদের একটি র‌্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ করে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রতিষ্ঠিাতা ও পরিচালক নৃপেন বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওসিসি অফিসার প্রণব বিশ্বাস, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের প্রভাষক জি. এম আব্দুল ওহাব ও কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার স্বাগতা চিসিম প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “আমি এসেছি নারীরা আমাকে দেখে অনুপ্রানিত হবে যে, উপজেলা নির্বাহী অফিসার একজন নারী। আপনাদের সামনে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নারীর প্রতি যে সহিংসতা বৃদ্ধি তাতে একজন সক্ষম পুরুষ কিন্তু একজন নারীর প্রতি সহিংসতা করতে পারে না। আপনাদের মেয়ে কিন্ত আগামী দিনে নেতৃত্ব দিতে পারে এই স্বপ্ন দেখতে হবে। এমন সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

সভাপতি ফেইথ ইন এ্যাকশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য বলেন, “মা বোনদের সকাল থেকে ধৈহ্য ধরে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কাজ করার ফলে সমাজে এই পরিবর্তন কিন্তু এসেছে। আগামীতে এই অঞ্চলকে নিয়ে যেন আমরা আরও বড় সেলিব্রেশন করতে পারি সেই প্রত্যাশা করছি। এই আলো নিয়ে আমরা প্রতিটি ইউনিয়নে যেতে চাই। ফেইথ ইন এ্যাকশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ১০টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) ও সাথী সাসা টুগেদার এ্যাওয়ারনেস ধাপের কার্যক্রম শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। সমাজে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রুপান্তরিত সমাজ গঠন করার অংশ হিসেবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধ কওে একটি সুখী পরিবার ও সমাজ গঠন করা সাসা প্রকল্পের মূল লক্ষ্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন