হোম খেলাধুলা হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। এই নিয়ে তিন ম্যাচেই আগে ব্যাটিং পেল টাইগাররা।সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছ বাংলাদেশ। হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন শরীফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানা।

অন্যদিকে স্বাগতিকদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। তাছাড়া অভিষেক হচ্ছে দুই জনের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি ও জেইডেন সিলস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন