ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপাচার্যের সভা-কক্ষে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা, প্রস্তুত ও মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটি-২০২৩ এর সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাসের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমরা অতীতের সকল ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং খারাপ ও অপ্রয়োজনীয় কাজ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবো।’
এসময় তিনি বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।