ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ টার্মিনাল হইতে কালীগঞ্জ বাসস্টান্ড পর্যন্ত মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে। কর্তৃপক্ষ দায়সারা ভাবে ইট বালু ফেলে কোনোরকম ভাবে যানবাহন চলাচল চালু রাখছে।
এ রাস্তা দিয়ে মংলা, খুলনা, বেনাপোল, দর্শনা, যশোর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার পন্য বাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করে। প্রায় ৩ বছর রাস্তাটির বিভিন্ন স্থানে যেখানে সেখানে পিচ, ইট খোয়া উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে।
একটু বর্ষা হলেই যত্রতত্র পানি জমে থাকে। যত্রতত্র খানা-খন্ডে পরিণত হওয়ায় দুর্ঘটনা লেগেই আছে। যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন, তেমনি আহত হচ্ছে লোকজন। এভাবে চলতে থাকলে এ ব্যস্ততম এ জাতীয় মহা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
সড়কে চলাচল কারী বাস চালক অভিজিৎ বলেন, রাস্তা ভাঙ্গা থাকার কারনে বিভিন্ন সময় গাড়ি এক্সিডেন্ট হয়, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
পথচারী দিনার বলেন রাস্তা খারাপ হওয়ার কারনে রাস্তার পাশ দেয়ে পায়ে হেটেও যাওয়া কষ্টকর। যানবাহন গেলে শুকনার সময় ধুলা ও বর্ষার সময় কাদা এসে শরীরে লেগে কাপড় নষ্ট হয়ে যায়।
এমত অবস্থায় দ্রুত রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও যানবাহনের চালক ও যাত্রীরা।