হোম অন্যান্যশিক্ষা সচিবালয়ে কারো দেখা পাননি ৩৫ প্রত্যাশীরা

সচিবালয়ে কারো দেখা পাননি ৩৫ প্রত্যাশীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

অনলাইন ডেস্ক:

চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ৩৫ ও নারী বয়সসীমা ৩৭ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্তের দাবিতে শাহবাগে পুলিশের বাঁধার মুখে পড়ে এবার দাবির বিষয়ে কথা বলতে সচিবালয়ে গেলে সংশ্লিষ্ট কারোরই দেখা পাননি ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধি দল।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম এক সংগঠক।

তিনি বলেন, আমরা আমাদের দাবির ব্যাপারে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে কারোরই সাক্ষাৎ পাইনি। হয়ত অফিস আওয়ার (ঘণ্টা) শেষ হওয়াতে সাক্ষাৎ সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব, যেন আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরা যায়। আমরা আশা করি, অবিলম্বে এই সরকার বিষয়টি আমলে নিয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বাস্তবায়ন করবেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা ১১টার পর থেকে একে একে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে বেলা আড়াইটার দিকে পদযাত্রা নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গেলে পুলিশি বাঁধার সম্মুখীন হন। এক পর্যায়ে তাদের দাবির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ করে দেওয়ার আহ্বান জানানো হলে, পদযাত্রা নিয়ে শাহবাগ ত্যাগ করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবির মুখে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনেরও প্রধান।

গত ১৪ অক্টোবর সচিবালয়ে আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে চূড়ান্ত বিচারে চাকরিতে প্রবেশের বয়স কত হবে তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর। গত ২৪ অক্টোবর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। ঐদিনই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন