হোম খুলনাসাতক্ষীরা ভারতের ঘোজাডাঙ্গায় সমাবেশ করায় ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৫ ঘন্টা বন্ধ থাকার পর আবারো শুরু

ভারতের ঘোজাডাঙ্গায় সমাবেশ করায় ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৫ ঘন্টা বন্ধ থাকার পর আবারো শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সমাবেশ করায় টানা ৫ ঘন্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এই সময়ে বন্ধ থাকে ইমিগ্রেশনের কার্যক্রমও। এতে পণ্য পরিবহনে স্থবিরতাসহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি’র বিধায়ক শুভেন্দু অধিকারী। সড়ক অবরোধ করে সমাবেশ করার কারনে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টানা ৫ ঘন্টা সবধরনের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রমসহ যাত্রী পারাপারও বন্ধ ছিল। বিকাল ৩ টা থেকে আবারো সব স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মোল্লা নকিবুল ইসলাম।ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ২’শ থেকে আড়াই’শ পণ্যবাহি ট্রাক আমাদনীজাত পণ্য নিয়ে প্রবেশ করে। বর্তমানে পাথর, চাউল ও পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমানে রপ্তানি হচ্ছে জুস, কুড়োর তেল ও গার্মেন্টস সামগ্রী ।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সাথে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার ঘোজাডাঙ্গায় অবরোধের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এরই অংশ হিসেবে ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ করায় সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত বন্ধ ছিল দু দেশের সব ধরনের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। সমাবেশ শেষে তা আবারো স্বাভাবিক হয়।

এদিকে, ইমিগ্রেশনের কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আগত ভারতগামী যাত্রীরাও পড়েন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হন তারা। এরপর বিকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হলে পার হন তারা।

ভোমরা স্থল বন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো.আবু হাসান জানান, ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় বিজেপি নেতারা জনসভার আয়োজন করায় সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত যাত্রী পারাপরসহ সবধরনের বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আবারো তা স্বাভাবিক হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে বন্দরের আমদানী-রপ্তানীসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন