হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের এডহক কমিটি গঠন

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের এডহক কমিটি গঠন

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
মোংলা প্রতিনিধি:
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের এডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) বেলা ১১টায় সিবিএ’র স্থায়ী কার্যালয় এডহক কমিটির সদস্য ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার (৮ডিসেম্বর) খুলনা পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মোঃ মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএ এর সাবেক কমিটি ভেঙ্গে দিয়ে সিবিএ এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ৫সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের জন্য অনুরোধ করা হয়।
মোঃ শাহিনুর রহমানকে কমিটির আহবায়ক ও মোঃ আল আমিন হোসেন, মোঃ এনামুল হক, শেখ মোঃ আসিফ নাঈম ও মোঃ নাজমুল হাসান আরাফাতকে সদস্য করে এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই এডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন কমিটির সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সদস্য মহাসীন পাটোয়ারীসহ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন