হোম অন্যান্যসারাদেশ জেলায় আক্রান্তের সংখ্যা ৪’শ ছাড়াল মাগুরার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

জেলায় আক্রান্তের সংখ্যা ৪’শ ছাড়াল মাগুরার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

মাগুরা প্রতিনিধি :
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪’শ ছাড়াল। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৪১৯ জন। যার মধ্যে নতুন ৭ জনসহ সুস্থ হয়েছে ২৭৫ জন। আজ বুধবার দুপুরে সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জেলা প্রশাসকের করোনা পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত ২৬ জুলাই জেলা প্রশাসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার পাওয়া ফলাফলে জেলা প্রশাসকসহ নতুন করে ২৩ জনের শারীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪১৯ জন।

এ পযর্ন্ত সুস্থ হয়েছে ২৭৫ জন। আক্রান্তদের ৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১২১ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এ পযর্ন্ত ৮ জন মারা গেছে। জেলা প্রশাসক শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন