হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

মোল্লাহাটে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

মোহাম্মাদ আলী মোহন:
বাগেরহাট মোল্লাহাটে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।৯ ডিসেম্বর (সোমবার) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও ব্যাপ্টিষ্টের সহযোগিতায় বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান।সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত লুবনা আক্তার, বিনা হালদার, শাহিদা বেগম, সাথী বিশ্বাস ও খাদিজা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও মোল্লাহাট লেডিস ক্লাবের সভানেত্রী নবনীতা অধিকারী।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইসহাক, বাগেরহাট মহিলা বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সদস্যচিব মো: জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী শিকদার, সেক্রেটারি মোঃ হেদায়েতুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারী পারভেজ আলম মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক মোঃ কবির আহমেদ, মোঃ শরিফুল ইসলাম দিদার, মোঃ মনিরুজ্জামান জমাদার, এম এম সাজ্জাদুল ইসলাম লিপ্টন, মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, মো: রিফাত মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন