হোম খুলনাবাগেরহাট নানা আয়োজনে ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নানা আয়োজনে ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে করে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়। এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মল্লিক আ. সাত্তার।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক সজল আহমেদের পরিচালনায় এসময় এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক এম জাকির হোসেন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন