হোম জাতীয় ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা

১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

অনলাইন ডেস্ক:
বিগত বছরগুলোর মত এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা জানান।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিগত বছরগুলোর মত এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারি মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

তিনি বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। সে জন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্বিত হবে।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান। আর স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত।

এ সময় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি এবং বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন