হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় আমন ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠনিক উদ্বোধন

সাতক্ষীরায় আমন ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠনিক উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় আমন ধান ও চাল সংগ্রহ-২০২৪-২০২৫ এর আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে। খাদ্য গুদাম, সাতক্ষীরার আয়োজনে রোববার সকালে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে উক্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহফুজুল আলম, কৃষি কর্মকর্তা মনির হোসেন, গুদাম কর্মকর্তা আমিনুর রহমানসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলায় চলতি বছর সিদ্ধ চাল ৪৭ টাকা, আতপ ৪৬ টাকা ও আমন ধান ৩৩ টাকা কেজি দরে সংগ্রহ করবে সরকার। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় চলতি বছর ৫ হাজার ৫২৮ টন ধান, ৯৩৭ টন আতপ চাল ও সিদ্ধ চাল ৭ হাজার ৫৬০ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন