ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগদান করায় তার আবেদন মোতাবেক ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিকে আগামী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘এ অনুষদে বিভাগ সংখ্যা বেশি হলেও বিভিন্ন বিভাগে শিক্ষক সংখ্যা খুবই কম। এজন্য একাডেমিক কার্যক্রম শৃঙ্খলা সহিত চলতে পারছে না। প্রশাসনকে সামর্থ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের পরামর্শ দিবো। একাডেমিক যে গুরুতর সমস্যাগুলো আছে তা দ্রুত কাটিয়ে উঠার জন্য বিভাগের সভাপতির সাথে আলোচনায় বসবো।’