হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় নারী ও কন্যাশিশুর সুরক্ষায় বেসরকারি সংস্থা ‘দলিত’ এর নানা কর্মসূচী

সাতক্ষীরায় নারী ও কন্যাশিশুর সুরক্ষায় বেসরকারি সংস্থা ‘দলিত’ এর নানা কর্মসূচী

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচীর আয়োজন করেছে বেসরকারি সংস্থা ‘দলিত’। সোমবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসে মিলিত হয়। পরে মহিলা কলেজে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
র‌্যালী ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সংস্থাটির হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাস। এতে আরও উপস্থিত ছিলন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জাহরা, দলিত- এর প্রকল্প কর্মকর্তা মোসাঃ আনজুমান আরা, মোবিলাইজার সুজন দাস ও নিকালাস মিস্ত্রী।

মানববন্ধনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি হয়রানি ও নির্যাতনের বিষয় তুলে ধরেন। এছাড়া নারীদের প্রতি নিগ্রহ বন্ধে করনীয় বিষয় সম্পর্কেও আলোচনা করেন।

এদিকে মহিলা কলেজে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দলিত-এর হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বাসুদেব বসু, প্রভাষক ফয়সাল আলম, মো: মনিরুজ্জামান, আরাফাত হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া পারভিন, রানার্সআপ হয়েছেন হুমায়রা আলম জান্নাতি। এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন করিমন্নেসা শান্তা।

মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো নারী ও কন্যাশিশুর সুরক্ষা ও সহিংসতামুক্ত বিশ্ব গড়া। উক্ত প্রতিযোগিতায় দুই দলের মোট ছয়জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন