আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে এক মোদি ব্যবসায়ীকে জরিমানাসহ কোরবানির গরুর হাট পরিদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করা, দোকানের মূল্য তালিকা না থাকায় বুধহাটা বাজারের মুদি ব্যবসায়ী আনিসুর রহমানের পুত্র শরিফকে ৫০০ টাকা জরিমানা করাসহ বুধহাটা বাজারের গরুর হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সকলকে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে কোরবানির গরু ক্রয়-বিক্রয় এবং গরু বিক্রেতাদের খামারের গরুকে অনলাইন কোরবানি গরুর হাট www.brandszone.com.bd তে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বাজারে আগত সকল ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, আশাশুনি থানার পুলিশ ফোর্স, অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।