হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা(সাস)এর পক্ষ থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের উপবৃত্তির চেক প্রদান

কালিগঞ্জে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা(সাস)এর পক্ষ থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের উপবৃত্তির চেক প্রদান

কর্তৃক
০ মন্তব্য 117 ভিউজ

জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ:

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর বাস্তবায়নে ঋণ কর্মসূচির দরিদ্র সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক ২৮ জুলাই সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় এ ০৭জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চেক প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে চেক বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

তিনি বলেন – মাননীয় প্রধানমন্ত্রী জানুয়ারির প্রথম দিন থেকে সারাদেশে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান করোনাভাইরাস এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়িতে বসে লেখাপড়া করতে হবে। কম্পিউটার জানতে হবে ইন্টারনেট ব্যবহার জানতে হবে। তথ্য প্রবাহের অপার সম্ভাবনাময় আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন উপজেলা পরিষদের মাধ্যমে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। শিক্ষার্থীদের আরো দক্ষ ও জ্ঞান অর্জন করতে হবে।

আগামী দুই মাসের মধ্যে যারা বিদ্যুৎ সংযোগ পাননি তারা আমার সাথে যোগাযোগ করবেন সকলকে বিদ্যুৎ এর আওতায় আনা হবে। কালিগঞ্জে নতুন করে আরেকটি সাবস্টেশন বসানোর কাজ চলছে। বিদ্যুৎ সংযোগের কোন সমস্যা হবে না। বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – সাতক্ষীরা উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী খান শাহ আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক আতিকুর রহমান, প্রমূখ।

প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে সর্বমোট ৮৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্পিত ছিলেন সমাপ্তি মন্ডল,মেহেরুন্নেসা মিম, আরিফ বিল্লাহ, সুমাইয়া আখতার, শিখা রানী ঘোষ, তাজমুল নাহার, মেহেদী হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন