হোম আন্তর্জাতিক তাইওয়ান ঘিরে চীনের ৪১ সামরিক বিমান ও জাহাজের মহড়া

তাইওয়ান ঘিরে চীনের ৪১ সামরিক বিমান ও জাহাজের মহড়া

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ান ঘিরে আবারো সামরিক তৎপরতার বৃদ্ধি করেছে চীন। তাইওয়ানের চারপাশে ৪১টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শণাক্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার তাইওয়ান এ কথা জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই চিং-তে এবং এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে হাওয়াইতে যাত্রাবিরতি নিবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবরে বেইজিংয়ে ক্ষোভের জন্ম দিয়েছে।

তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। এই মহড়ার অজুহাত হিসেবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। বেইজিং স্ব-শাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং সার্বভৌম জাতি হিসেবে এই দাবির যে কোনো আন্তর্জাতিক স্বীকৃতিরও বিরোধিতা করে। চীন তাইওয়ানের আশেপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করে বলে দাবি করে তাইওয়ান।

সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরো বৃদ্ধির পেয়েছে বলে জানিয়েছে দেশটি। চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করেছে চীন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৩টি চীনা যুদ্ধবিমান এবং আটটি নৌবাহিনীর জাহাজ আকাশসীমা এবং জলসীমায় শণাক্ত করা হয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ১৯টি যুদ্ধবিমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’-এ অংশ নিয়েছিল।

তাইওয়ানের মন্ত্রণালয়ের প্রতিদিন প্রকাশিত পরিসংখ্যানের এএফপি সমীক্ষা অনুসারে, গত তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আজকের সংখ্যাটি ছিল সর্বোচ্চ। এদিকে তাইওয়ান অভিযোগ করেছে, চীনা বেলুনও দ্বীপের কাছ দিয়ে উড়ে যাচ্ছে। তাইওয়ানের ইন্সটিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সামরিক বিশেষজ্ঞ সু জু-ইয়ুন এএফপিকে বলেছেন, লাইয়ের সফরের প্রতিক্রিয়ায় চীন তুলনামূলকভাবে আরো বড় আকারের সামরিক মহড়া করতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন