হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত তিন ট্রাক চিংড়ি মাছ জব্দ, এক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদ্বন্ড

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত তিন ট্রাক চিংড়ি মাছ জব্দ, এক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদ্বন্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাত করনের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে উক্ত মাছের ট্রাক জব্দ করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।কারাদ্বন্ডপ্রাপ্ত আরিফুল হোসেন (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিক দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।

এসময় তারা পরীক্ষা-নিরীক্ষা করে উক্ত মাছের মধ্যে ১ হাজার ১২২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছ সনাক্ত করেন। যার বাজার মূল্য ১৫ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। পরে উক্ত বাগদা ও গলদা চিংড়ি মাছ পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অপদ্রব্য পুশ ব্যতিত ২৫০ কেজি বাদগা/গলদা চিংড়ি ও ৩ হাজার ৭৬০ কেজি দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ ২ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। একই সাথে অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাত করনের দায়ে আটক আরিফ হোসেনকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন