হোম আন্তর্জাতিক এখনও নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্প, বলছেন পুতিন

এখনও নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্প, বলছেন পুতিন

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিক বলে প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। কাজাখস্তানে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন পুতিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারণার ঘটনাপ্রবাহ দেখে আমি হতবাক। ট্রাম্পের বিরুদ্ধে হত্যাচেষ্টার মতো গুরুতর ও সম্পূর্ণ অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং তাও একাধিকবার।

জুলাই মাসে পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর একটি হত্যা প্রচেষ্টা চালানো হয়। ওই হামলায় আহত হন তিনি। এছাড়া, সেপ্টেম্বরে ফ্লোরিডার একটি গলফ কোর্সে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে রাইফেলধারী এক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়।

পুতিন আরও বলেন, আমার মতে ট্রাম্প এখনও নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, মার্কিন ইতিহাসে বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা রয়েছে। আমি মনে করি, ট্রাম্প বুদ্ধিমান ও এসব বিষয়ে সতর্ক থাকবেন।
নিজে সবসময় কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন পুতিন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের পরিবারের সদস্য ও সন্তানদের সমালোচনার বিষয়টিও ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, রাশিয়ায় গ্যাংস্টাররাও এ ধরনের পদ্ধতি অবলম্বন করে না।

ইউক্রেনে যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, পশ্চিমা মিসাইল ব্যবহার করে রাশিয়ায় হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়ে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির পথ তৈরি করা হলো। এতে হয় ট্রাম্পের জন্য সুযোগ তৈরি হবে, অথবা তাকে অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

অবশ্য ট্রাম্প সঠিক সমাধান খুঁজে পাবেন বলে বিশ্বাস করেন পুতিন। এছাড়া যেকোনও আলোচনার জন্য মস্কো প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন