হোম জাতীয় ভোটার হচ্ছে রোহিঙ্গারা, ইসিকে জানাবেন যেভাবে

ভোটার হচ্ছে রোহিঙ্গারা, ইসিকে জানাবেন যেভাবে

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

অনলাইন ডেস্ক:
দেশের কিছু দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর সহায়তায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের অপতৎরতা কারো নজরে এলে জানানোর অনুরোধ জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কিন্তু ‘ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক)’ অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।

এতে আরো বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছে- যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের যেকোনো স্থানে বা জেলা ও উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা ও জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs.gov.bd, অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) নম্বরে, অথবা ডাকযোগে বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন