হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় সনাতনী জোটের মানববন্ধনে হেলমেটধারীদের বাঁধা: ব্যানার কেড়ে নিয়ে যুবককে মারপিট 

সাতক্ষীরায় সনাতনী জোটের মানববন্ধনে হেলমেটধারীদের বাঁধা: ব্যানার কেড়ে নিয়ে যুবককে মারপিট 

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

সংকল্প ডেস্ক:

সাতক্ষীরায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মানববন্ধন কর্মসুচিতে হেলমেটধারীরা হামলা চালিয়েছে। এ সময় ব্যানার কেড়ে নিয়ে মারপিট করা হয়েছে এক যুবককে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষক জয়দেব কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মানববন্ধন কর্মসুচি শুরু হয়। তিনি বক্তব্য রাখার পর পরমপুরুষ কৃষ্ণ ব্রহ্মচারি বক্তব্য শুরু করতেই দুইজন হেলমেটধারি দুর্বৃত্ত মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয়। তারা মারপিটের হুমকি দেয়। একপর্যায়ে মানববন্ধনে অংশ নেওয়া মিলন বিশ্বাস রুদ্র নামের এক যুবককে ছাত্রলীগ সন্দেহে মারপিট করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মানববন্ধন কর্মসুচিতে হামলা ও ব্যানার টেনে হিঁচড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের কর্মসূচী বানচাল করে দিলেন হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। এসময় মিলন কুমার বিশ্বাস ওরফে রুদ্র নামে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেওয়া এক অন্দোলনকারিকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধর করে তারা।
মানববন্ধন কর্মসূচী পন্ড হয়ে যাওয়ায় সনাতনীরা একটি মিছিল সহযোগে পুরাতন সাতক্ষীরা অভিমুখে চলে যায়।

মানববন্ধন পন্ড করে দেওয়ার পর মিহির কুমার রায় নামের এক কলেজ শিক্ষক বলেন, ‘শান্তিপূর্নভাবে মানববন্ধন চলছিলো। বিকেল ৫টার দিকে আমি ফেসবুকে মানববন্ধনের লাইভ করার সময় ব্যানার ছিড়ে ফেলা হয়। এসময় হেলমেটধারী এক সন্ত্রাসী এসে আমার মোবাইল কেড়ে নেয় এবং হুমকি দিয়ে ভিডিও ডিলেট করতে বাধ্য করে’।

মানবববন্ধনে উপস্থিত সকল সনাতনী একই অভিযোগ করে বলেন, হামলার ভিডিও করতে দেখলেই কয়েকজন তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করেছে। সবাই শান্তিপূর্নভাবে কর্মসূচী পালন করছিলো। কোন উস্কানিমূলক কথাবার্তাও এখানে বলা হয়নি। তাহলে কেন এই কর্মসূচীতে বাধা দেয়া হলো?

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় ছাত্র ও যুব ঐক্য পরিষদের ব্যানারে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্র²চারীর মুক্তির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ন মানববন্ধন ও বিক্ষোভ করে সনাতন ধর্মাবলম্বীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন