হোম খুলনানড়াইল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের উপস্থিতিতে তাদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর জেপ্রশাসকের আয়োজনে তার সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন লে’কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ , অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম, জামায়াত জেলা আমির আতাউর রহমান বাচ্ছু, সেক্রেটারী জেনারেল মো.ওবায়দুল্লাহ কাইছার ছাত্র প্রতিনিধি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের স্বজনেরা । অনুষ্ঠানে নিহতদের স্মরণে দাড়িয়ে একমিনিট নিরাবতা পালন করা হয় এবং প্রত্যেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপস্থিত আহত ও তাদের স্বজনেরা জুলাই-আগস্টে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন