হোম খেলাধুলা ১৮৮৮ সালের পর এমন লজ্জায় আগে পড়েনি অস্ট্রেলিয়া

১৮৮৮ সালের পর এমন লজ্জায় আগে পড়েনি অস্ট্রেলিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

সফরকারী ভারতের বিপক্ষে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুতেই পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়া। পাঁচ টেস্ট সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।

এমন শোচনীয় পরাজয়ের ম্যাচে লজ্জার এক রেকর্ডে নাম উঠল অজিদের। নিজেদের দুই ইনিংসেই টপ অর্ডারদের উইকেটের পতন ১৩৬ বছরের মধ্যে দেখেনি ক্যাঙ্গারুরা।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৩১ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে যা মোট ৪৮ রান। ১৮৮৮ সালের পর এই প্রথম দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান এতো রান তুলতে পারলো।

১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার মিলে দুই ইনিংসে করেছিলেন ৩৮ রান করেন। একই বছর লর্ডস এবং সিডনিতে সমান ৪০ রান করে তোলেন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন