হোম খুলনাবাগেরহাট চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত

চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

জেলা প্রতিনিধি,বাগেরহাট:

বাগেরহাটের চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিতলমারীতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভূয়া ঋণ সৃষ্টি, সহকর্মীদের কাছ থেকে ধার গ্রহণ এবং সর্বপোরি ৬১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকার আর্থিক অনিয়ম ও দূর্নীতির কারনে তাকে সাময়িক ভাবে এ বরখাস্ত করা হয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(১) বিধি মোতাবেক সাময়িক ভাবে এ বরখাস্ত করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের পসব্য/প্রকা/প্রশা-২৩(৯)/২০২৪-২৫/১৩৭০ নং স্মারকের ওই পত্র থেকে আরও জানা গেছে, প্রশাসনিক কারণে অসীম কির্ত্তুনীয়াকে পঞ্চগড় জেলার আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(৩) বিধি অনুসারে খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তার স্থলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার (মাঠ) গৌতম সরকারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ শাখা ব্যবস্থাপকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই তারিখে পসব্য/প্রকা/প্রশা-২৩(৯)/২০২৪-২৫/১৩৭১ নং স্মারকের এক পত্রে ব্যবস্থাপনা পরিচালক পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অসীম কির্ত্তুনীয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশের জবাব না দিলে অসীম কির্ত্তুনীয়ার বিরুদ্ধে একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়া মুঠোফোনে বলেন, ‘সাময়িক বরখাস্তের আদেশ পেয়ে আমি পঞ্চগড়ে যোগদান করেছি। এর বেশী কিছু জানতে হলে অফিসে গিয়ে জানেন।

চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ও ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক গৌতম সরকার বলেন, ‘গত সপ্তাহে অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্তের আদেশ পেয়েছি।

বাগেরহাট পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জেলা কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, ‘অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন