হোম খুলনাসাতক্ষীরা আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিক আপ উল্টে ২৩শ মুরগির মৃত্যু

আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিক আপ উল্টে ২৩শ মুরগির মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 147 ভিউজ

সংকল্প ডেস্ক:

আশাশুনি-সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি মারা গেছে। পিকআপ এরও ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত্র ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং পিক আপ ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকে সাইট দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পার্শে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে পিকআপে থাকা সকল মুরগি মারা যায়। মুরগির আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। পরে গাড়িতে উঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন ম্যানেজার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাইভারসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে সেখানে না পাওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। তবে ড্রাইভারের পায় ইঞ্জুরি হয়েছে বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন