স্পোর্টস ডেস্ক:
মেগা নিলামের দুদিন আগে ঘোষিত হয়েছে আইপিএলের আগামী আসরের শুরুর দিন। একইসঙ্গে ফাইনালের দিনও জানানো হয়েছে। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২৫ আইপিএলের পর্দা উঠবে ১৪ মার্চ। দীর্ঘ দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। ২০২৬ সালের আইপিএল শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে। এরপর ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার।
আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণায় আন্তর্জাতিক সিরিজগুলোও সেভাবে নির্ধারণ করা যাবে। কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয়, সেজন্য বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
আসন্ন আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সেই আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
চলতি মাসের ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়ে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। বিক্রি হওয়া ক্রিকেটারদের আগামী তিন বছরের জন্য দলগুলো কিনতে পারবে। এরপর আগামী দুই বছর আয়োজিত হবে মিনি নিলাম। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে।