হোম খুলনাসাতক্ষীরা বড়দলে ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোনীত হয়েছেন উপজেলা আইসিটি কর্মকর্তা

বড়দলে ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোনীত হয়েছেন উপজেলা আইসিটি কর্মকর্তা

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

সংকল্প ডেস্ক:

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোনীত হয়েছেন উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল। বুধবার এক পত্রে এতথ্য জানিয়েছেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক।বড়দল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা গত ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে থাকায় পরিষদের সেবা নিতে আসা মানুষ সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে।

পরিষদের সার্বিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এলাকাবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করে কাজ চালিয়ে নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছিল। দীর্ঘ সাড়ে ৩ মাস পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত না করে প্রশাসক মনোনীত করা হয়েছে।

স্থানীয় সরকার, সাতক্ষীরার উপ পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস গত ২০ নভেম্বর এসংক্রান্ত পত্র জারী করেছেন। জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা (স্থানীয় সরকার শাখা) এর ০৫.৪৪.৮৭০০.০২৭.০২.০২১.২৩.৭৩৫ নং স্মারকে প্রেরিত পত্রে বলা হয়েছে, নির্বাচিত চেঢারম্যানের অনুপস্থিতির কারনে পরিষদ সচল রাখাসহ জনসেবা অব্যহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ১৯ আগষ্ট’২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নং পরিপত্রের ৩য় নং অনুচ্ছেদের আলোকে — আক্তার ফারুক বিল্লাল আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) আশাশুনিকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হলো।ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন