হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন, আল ইমরান প্রমুখ।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় বলেন, স্কুল শিক্ষার্থীরা যাতে স্মার্ট ফোন না নিয়ে স্কুলে আসে তার জন্য শিক্ষকদের সজাগ থাকতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। সঠিক সময় বিদ্যালয়ে ক্লাস শুরু করতে হবে এবং সঠিক সময়ে ছুটি দিতে হবে। তিনি এসময় ভবিষ্যত জাতি গড়ার কারিগর শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, কোচিং বাণিজ্যে জিরো টলারেন্স, নকল মুক্ত পরিক্ষা, ক্লাস টাইম ৯-৩ টা পর্যন্ত চলমান থাকবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ১০০% হাজিরা করার চেষ্টা করতে হবে। স্কুল টাইমে শিক্ষকরা অন্যপেশার কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন