অনলাইন ডেস্ক:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে দিনব্যাপী যানজটের পর আবারও নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের অবরোধের কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
এরআগে বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে বিকাল ৪টা তারা অবরোধ শেষ করে। এর তিন ঘন্টা পর আবারও সড়ক অবরোধে নামে শিক্ষার্থীরা।
এছাড়া বিকালে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। পরবর্তীতে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করা ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের সামনে অনশনে বসেন।