সংকল্প ডেস্ক:
কলারোয়ায় অর্থনৈতিক শুমারি -২০২৪ উপলক্ষ্যে উপজেলা ও পৌর শুমারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (নভেম্বর ১৮) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত কর্তব্যরত কালিগঞ্জ পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বঙ্গবন্ধু মহিলা কলেজ প্রতিনিধি আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কৃষি অফিসার জিয়াউল হক, পরিসংখ্যান সহকারী অফিসার শারমিনকে নাহার, পরিসংখ্যান সহকারী অফিসার আকরাম হোসেন, এস, আই আলী হাসান, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, প্রশাসনিক কর্মকর্তা জি এম হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।