হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ার চন্দনপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 84 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া:

কলারোয়ায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধকল্পে চন্দনপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৭জুলাই) বিকালে চন্দনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস। অনুষ্ঠানে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) বুরহান উদ্দীন।

থানার এসআাই (নিঃ) ইস্রাফিল হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রুস্তম আলী,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন,জাহাঙ্গীর আলম,আব্দুল মাজেদ,বিট পুলিশের চন্দনপুর ইউনিয়নে দায়িত্বরত এস আই ইস্রাফিল হোসেন, এ এস আই রকিব,এ এস আই আনোয়ার হোসেন,এ এস আই কামাল হোসেন,ইউপি সচিব আমিনুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জান জিল্লু,আতাউর রহমান,এস এম ফারুক হোসেন, আব্দুল্লাহ,আলামিন হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ ও সুধীমন্ডলী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন