হোম রাজনীতি পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:
পাবনা সদরের হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জালাল উদ্দিন নামে দলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে এলাকার ইসলামী জলসা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। সেই জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানো আগে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে এখনো কিছু জানা নেই বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন