হোম আন্তর্জাতিক ইমরান খান ও বুশরা বিবির খালাস আবেদন খারিজ করলো আদালত

ইমরান খান ও বুশরা বিবির খালাস আবেদন খারিজ করলো আদালত

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির খালাসের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত। বরং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার পথ প্রশস্ত করা হয়েছে। আলোচিত তোশাখানা দ্বিতীয় মামলা থেকে খালাস চেয়ে আবেদন করেছিলেন তারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সামা টিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খালাসের আবেদন প্রত্যাখ্যান করায় সরকার মামলাটির আইনি প্রক্রিয়া আরও জোরদার করার সুযোগ পাবে।

প্রায় ৯ মাস কারাভোগের পর অক্টোবরের শেষ দিকে আদালত তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করলেও এক বছরেরও বেশি সময় ধরে কারাবাস করছেন ইমরান খান। একাধিক মামলার মুখোমুখি রয়েছেন তিনি। এমনকি তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

২০২১ সালে ইমরান ও বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে ছাড়মূল্যে উপহার কিনে সেগুলো বাজারে বিক্রি করেছেন এমন তথ্য প্রকাশ্যে আসে। এর পরই এ নিয়ে শুরু হয় বিতর্ক।

বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে ২০২২ সালে নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ খারিজ করে। এর মধ্য দিয়ে ইমরান খান দুর্নীতি করেছেন বলে জানায় কমিশন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন