সংকল্প ডেস্ক:
সাতক্ষীরায় সুন্দরবনের খাল থেকে হরিণের রান্না করা মাংসসহ একটি নৌকা উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।
সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে বুড়িগোয়ালিনী দাতিনাখালি সংলগ্ন সুন্দরবনের তেরকাটি খাল থেকে এই মাংস উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘চোরাশিকারিরা হরিণ শিকার করছে– এমন সংবাদে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা সুন্দরবনের ভেতরে দ্রুত পালিয়ে যায়।’
উদ্ধার করা হরিণের মাংস স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।