হোম অন্যান্য বিএনপির মিছিলের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো

বিএনপির মিছিলের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

অনলাইন ডেস্ক:
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান দিয়েছেন এক যুবক। উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন বিএনপিসহ গুলিস্তানে অবস্থানরত ছাত্র-জনতা। পরে তাকে মারধর করে পুলিশে হস্তান্তর করা হয়।

তাৎক্ষণিক ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিন সকাল ১১টার পর থেকে গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মিছিল নিয়ে আসছেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে তাদের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হন ওই যুবক। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

এছাড়া দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন