হোম খুলনানড়াইল নড়াইলে বিশেষ টাস্কফোর্স অভিযানে ৭,৩০০ হাজার টাকা জরিমানা

নড়াইলে বিশেষ টাস্কফোর্স অভিযানে ৭,৩০০ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বিশেষ টাস্কফোর্স অভিযানে পাঁচ ব্যবসায়ী ও দুই মটরসাইকেলকে মোট ৭ হাজার ৩০০ শত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত নড়াইল জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা হাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কমিটির আহবায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সূত্রে জানা গেছে, এড়েন্দা হাটে ভোক্তা অধিকার ও কৃষি বিপপন আইনে এক আড়ৎদার ভাউচার প্রদর্শন না করতে পারায় ৪০০০/- টাকা , পলিথিন দোকানে রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০০০/- টাকা, মিথ্যা তথ্য দেয়ার অপরাধে আরও এক খুচরা ব্যবসায়ীকে ৩০০/- টাকা এবং দুই মটরসাইকেলকে ২০০০/ টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ছাত্র প্রতিনিধি মো: নবাব মোল্যা, শুভ মোল্যাসহ অন্যান্য সদস্যরা।

এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাভের নামে সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।##

সম্পর্কিত পোস্ট

মতামত দিন