হোম খুলনাসাতক্ষীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এর আগে, দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে শহরের পলাশপোল মোজাহারের পেট্রোলপাম্প থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে এক আলোচনাসভার মধ্য দিয়ে শেষ হয়।

পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

এসময় জেলা বিএনপির আহবায়ক ইফতেখার গ্রুপে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা তাতী দলের আহবায়ক হাসান শাহারিয়ার রিপনসহ অন্যান্যরা।

অপরদিকে, সদস সচিব আব্দুল আলিম গ্রুপের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মাহমুদুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, আগড়দাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা সহকারে সুসজ্জিত বর্ণাঢ্য র‌্যালি নিয়ে সভাস্থলে মিলিত হন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন